আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমা যুবসমাজের উদ্দেশে ইরানের সর্বোচ্চ নেতার দ্বিতীয় ঐতিহাসিক চিঠি সম্পর্কে মন্তব্য করতে গিয়ে আহলে বাইত স্কলার অ্যাসোসিয়েশনের প্রধান হাসান ক্বানায়াত লি বলেছেন, এ চিঠিতে ‘সন্ত্রাসবাদকে মানবজাতির অভিন্ন যন্ত্রণা’ হিসেবে তুলে ধরা হয়েছে।
সংবাদ: 3468718 প্রকাশের তারিখ : 2015/12/23